রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি গত ২৮ জুন নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে ২০২৪–২০২৫ রোটারি বছরের বর্ষ সমাপ্তি সভা সম্পন্ন করেছে। ক্লাব প্রেসিডেন্ট জাহেদ ইসলামের পরিচালনায় চট্টগ্রাম গ্রামার স্কুলের সিনিয়র শিক্ষক পলাশ বড়ুয়াকে পিপি এইচ এম ফেরদৌস ইনভোকেশনের মাধ্যমে রোটারি সদস্য করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে বছরের সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনামূল্যে চিকিৎসাসেবা, মানবিক সহায়তা, শিক্ষাবৃত্তি প্রভৃতি।
সভায় উপস্থিত ছিলেন চার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান, পিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাঈম, পিপি ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, পিপি মোহাম্মদ জাকির হোসেন, পিপি ছাইফুল হুদা সিদ্দিকী, সেক্রেটারি মোরশেদ আলম, আইপিপি রোটারিয়ান সাজিদুল হক ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের প্রেসিডেন্ট রমিজ উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট মোর্শেদা শেহরিন জোছনা, বাপ্পি শাহনেওয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।