রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির প্রথম সভা

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৩২৪ রোটাবর্ষের প্রথম সভা গত ১৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারিয়ান সাজেদুল হক হাসান। উপস্থিত ছিলেন রোটা. পিপি এএইচএম ফেরদৌস, রোটা. পিপি এসএম আবু সুফিয়ান, জাকির হোসাইন, ছাইফুল হুদা ছিদ্দিকী, আইপিপি মোরশেদুল আলম, সেক্রেটারি রোটা. জাহেদুল ইসলাম, পিডিয়ারার রোটা. আব্দুল আহাদ ও সাজিবুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না
পরবর্তী নিবন্ধকরোনাকালে মানবতার সেবায় দৃষ্টান্ত রেখেছে গাউসিয়া কমিটি