রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৩–২৪ রোটাবর্ষের প্রথম সভা গত ১৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারিয়ান সাজেদুল হক হাসান। উপস্থিত ছিলেন রোটা. পিপি এএইচএম ফেরদৌস, রোটা. পিপি এসএম আবু সুফিয়ান, জাকির হোসাইন, ছাইফুল হুদা ছিদ্দিকী, আইপিপি মোরশেদুল আলম, সেক্রেটারি রোটা. জাহেদুল ইসলাম, পিডিয়ারার রোটা. আব্দুল আহাদ ও সাজিবুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












