রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ভূজপুর বারমাসিয়া গ্রামের তৌহিদুল আনোয়ার হাই স্কুলে অধ্যয়নরত চা বাগানের শ্রমিক ত্রিপুরা ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর ১০১জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহিদী। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান জামাল নাসের চৌধুরী। সভাপতিত্ব করেন তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষিকা কাউসার বেগম। শিক্ষক এবং স্কুল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন নুরুল আলম, আতাউল হক চৌধুরী, রাহুল ধর, পরিতোষ বড়ুয়া, জনাব জায়েদ উল্লাহ, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।