রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ৩৫৭তম সভা

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ৩৫৭ তম নিয়মিত সভা ও ২০২৩২৪ রোটারি বছরের প্রথম নিয়মিত সভা গতকাল শুক্রবার চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ২০২৩২৪ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের গ্লোবাল গ্রান্ড এবং ২০২৩২৪ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান আকবর হোসেন, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, ডিস্ট্রিক্ট ইনস্টলেশন চেয়ারম্যান ওমর আলী ফয়সাল, ডিস্ট্রিক্ট চিফ সার্জেন্ট অ্যাট আর্মস নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারিয়ান নাসিমা, রোটারিয়ান আতিক, রোটারিয়ান পিএজি নাঈম উদ্দিনসহ ডিস্ট্রিক্টের বিভিন্ন অফিসিয়াল এবং চিটাগং হেরিটেজের সেক্রেটারি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, প্রাক্তন সভাপতি মোহাম্মদ রিদওয়ানুল করিম তুষার, মোহাম্মদ মাঈন উদ্দিন রতন, মো. শোয়েব উদ্দিন খানসহ ক্লাবের সদস্যবৃন্দ, রোটারেক্টরবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ। ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি সদ্য প্রাক্তন সভাপতি রোটারিয়ান আব্দুল কাদের বিপ্লবের প্রতি ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, পিকআপ চালক নিহত