রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর নিয়মিত সভা সম্প্রতি চিটাগাং ক্লাবের কনফারেন্স হলে ক্লাবের সভাপতি রোটারিয়ান ইফতেখার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট, সভায় ক্লাবের সদস্যদের স্বতঃস্পূর্ত উপস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করেন।
সভায়, ক্লাবের সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি মির্জা হাফিজুর রহমান সোহেল, ডেপুটি গভর্নর পিপি খায়ের আহমেদ, ডিস্ট্রিক্ট ডেপুটি সেক্রেটারি পিপি আব্দুল মামুন বাহার, প্রেস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান পিপি এম নাসিরুল হক, ক্লাবের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান আলী মাহবুব মোহাম্মদ হোসাইন, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী এবং অতিথি দিলরুবা খানম বক্তব্য রাখেন। বক্তারা ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় দেড়শত গাছ রোপণ করায় সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা বলেন, আজকের পৃথিবী যেভাবে উষ্ণতার দিকে এগিয়ে যাচ্ছে সেটা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই প্রকৃতিকে আমাদের অনুকূলে রাখতে হবে। তা না হলে আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাব। সভায় রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আগামী অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
সভায় ক্লাবের এসিস্টেন্ট গভর্নর মির্জা হাফিজুর রহমান সোহেল ক্লাবের কোষাধ্যক্ষ রোটারিয়ান এরশাদুল হককে কে পিন পরিয়ে দেন। ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান খায়ের আহমদ দিলরুবা খানমকে রোটারি ব্যাজ পড়িয়ে রোটারিয়ান হিসেবে রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর সদস্য করে নেন। প্রেস বিজ্ঞপ্তি।












