রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের নিয়মিত পাক্ষিক সভা

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের নিয়মিত পাক্ষিক সভা প্রেসিডেন্ট রোটাঃ সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীনের সভাপতিত্বে ৫ অক্টোবর সন্ধ্যায় চিটাগাং ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিটাগাং ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম।

ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ মোহাম্মদ রিজওয়ান শাহিদী, সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ হাসান, আইপিপি রোটাঃ ইঞ্জিনিয়ার সুদীপ কুমার পাল, রোটা: পিপি মোহাম্মদ মহিউদ্দিন, রোটাঃ মোহাম্মদ নাসির উদ্দিন, রোটা: মোহাম্মদ কায়সার, রোটাঃ আহাম্মেদ জামাল নাসের চৌধুরী, রোটাঃ মোহাম্মদ সাইফুদ্দীন, রোটাঃ জাকের হোসেন, রোটাঃ মোহাম্মদ লুৎফুল আফসার আদনান।

অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল মুজাহিদ, লোকমান হাকিম প্রমুখ।

ক্লাব প্রেসিডেন্ট ভেন্ডিং মেশিন প্রকল্পটি এ মাসের মধ্যে দ্রুত বাস্তবায়নের জন্য তাগাদা প্রদান করেন। বক্তারা দেশে ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষকে সচেতন করার লক্ষ্যে দ্রুত কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারই পরিপ্রেক্ষিতে ক্লাবের পক্ষ থেকে লিফলেট ও মশারি বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চট্টগ্রাম খুলশী সেন্ট্রাল ক্লাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে ক্লাবের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধ কামনা করে সভাপতি সভা মুলতবি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির তিন থানা পরিদর্শনে এসপি
পরবর্তী নিবন্ধসৌদি আরবে ঘুমের মধ্যেই লোহাগাড়ার যুবকের মৃত্যু