রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ক্লাব অ্যাসেম্বলি

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

নগরীর অভিজাত একটি রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ১ম ক্লাব অ্যাসেম্বলী প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. শেখ মো. মুর্তজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি ১ জুলাই ২০২২-২৩ এর এক বছরের কর্ম পরিকল্পনা, বাজেট এবং তার বোর্ড অব ডায়রেক্টরদের নাম ঘোষণা করেন।

তার বাৎসরিক কর্ম পরিকল্পনার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, ট্রাফিক সচেতনতা, স্যানিটেশন, পুষ্টির নিশ্চয়তা, রোটারীর ইমেজ বৃদ্ধি, নারীর কারিগরি শিক্ষা ও কর্ম ব্যবস্থা ক্ষমতায়নে সহযোগিতা, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, অতিরিক্ত মোবাইল আসক্তির বিরুদ্ধে সচেতনতা, হুইল চেয়ার বিতরণ এবং রোটারীর ফোর ওয়ে টেস্ট পোস্টার বিতরণ এবং যেকোনো আকস্মিক দেশের দুর্যোগ পরিস্থিতিতে আর্থিক সেবা দানের জন্য ফান্ড তৈরী করবেন বলে ঘোষণা দেন। এছাড়া ব্লাড ডোনেশানের পাশাপাশি রোটারিয়ানদের স্বাস্থ্য পরীক্ষার ওপরও তিনি জোর দেন।

রোটারী ক্লাব অব চিটাগাংয়ের ২০২২-২৩ নতুন বোর্ডের কর্মকর্তারা হলেন- প্রেসিডেন্ট রোটা. ডা. শেখ মো. মুর্তজা খান, আইপিপি রোটা. জয়দেব চন্দ্র দাস, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নাছিমা আক্তার, ক্লাব ট্রেইনার রোটা. ডা. সুমন রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ রোটা. ডা. হাসান জুয়েল ও ভাইস প্রেসিডেন্ট-২ রোটা. ডা. স্বরূপ দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে এরাবিয়ান লিডারশিপ মাদরাসার কার্যনির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধচুয়েট ইনকিউবেটরে পাবলিক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু