বিশ্বব্যাপী মানব কল্যাণে সর্বদা নিয়োজিত রয়েছে দি রোটারি ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়াদের রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবায় মানবিক কর্মসূচির অংশ হিসাবে সর্বদা নিয়োজিত আছে। গতকাল শনিবার সকালে নগরীর চিটাগাং ক্লাবে রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক কর্মসূচির মাসিক সভায় এ মন্তব্য করেন ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন। এ সময় তিনি আরও বলেন, আমাদের রোটারিয়ানদের একমাত্র লক্ষ্যে হচ্ছে মানব সেবা। উন্নত দেশ গড়তে সুবিধা বঞ্চিতদেরকে মানবিক সহযোগিতা ও পাশে দাঁড়ানোর বিকল্প নেই।
সভায় ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার পিপি আমজাদ হোসেন, আইপিপি মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সালাউদ্দিন, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসেনসহ সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারিয়ান মোহাম্মদ আব্দুল খালেক, রোটারিয়ান জাহাঙ্গীর আলম বাদশা, রোটারিয়ান এম এ হান্নান, রোটারিয়ান জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের যে কোন প্রান্তে শত বছরের অধিক কাল ধরে এ ফাউন্ডেশন তাদের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে যার মাধ্যমে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। এছাড়াও সভায় অতিথি ছিলেন, রোটারেক্ট কে এম হাছান, মো. আব্দুল্লাহ আল মামুন ও আল আমিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।