রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেইজের অভিষেক

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৪৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেইজের ১০ম অভিষেক গত ৮ অক্টোবর হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য ড. অনুপম সেন। তিনি বলেন, পোলিওমুক্ত বিশ্ব গঠনে রোটারি ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। গরীব ও অসহায়দের ভাগ্য পরিবর্তনে রোটারিয়ানরা অবিরত কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি জেলা ৩২৮২ এর জেলা গভর্নর রোহেলা খান চৌধুরী। তিনি বলেন, ২০২২-২৩ রোটাবর্ষের শুরু থেকেই আজ পর্যন্ত রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেইজের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কাদের বিপ্লবের সুযোগ্য নেতৃত্বে সফলতার সাথে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাব এডিটর ও প্রোগ্রাম চেয়ারম্যান সোয়েব উদ্দিন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক জেলা গভর্নর ডা. বেলাল উদ্দিন আহমেদ, জেলা গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, জেলা সচিব সিপি মো. শাহজাহান ও ডা. মইনুল ইসলাম মাহমুদ। উপস্থিত অতিথি ও অন্যান্য রোটারিয়ানদের পরিচয় করিয়ে দেন অতীত সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান। এতে আরও উপস্থিত ছিলেন জোনাল কো অর্ডিনেটর পিপি এমদাদুল আজিজ, ক্লাবের অতীত সভাপতি রিদওয়ানুল করিম তুষার, মাইন উদ্দিন রতন, এস এম গিয়াস উদ্দিন, রাজু আহমেদ এবং ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আয়েশা আকতার সানজি, ক্লাব সচিব কাজি হাসানুজ্জামান সান্টু, মো. জাকির হোসেন, ডা. সাজ্জাদ রশিদ মারুফ, ডা. গোলাম জিলানী জুয়েল, নুরুল হোসেন তানিম, শফি, মো. শাহরিয়ার, সৈয়দা নাজিয়া হাসনাইন, মো. আনোয়ার হোসেন, মো. ওয়াহিদ আমিন সোহাগ, গুলজার বেগম কাদের ও রোটারিয়ানদের পরিবারের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের রোল মডেল বোয়ালখালী পৌরসভা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ইংরেজি বিভাগের কর্মশালা