রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার অভিষেক

| সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার ২১ তম ক্লাব অভিষেক গতকাল রোববার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মো. নুরুল হুদা। তিনি বলেন, মানুষের কল্যাণে রোটারি যে ভূমিকা রাখছে সেটি প্রনিধানযোগ্য। আমাদের স্বপ্নের জাতি গঠনের প্রজন্ম সৃষ্টির জন্য সুশিক্ষিত ও সচেতন রোটারিয়ানদের ভূমিকা রাখতে হবে।এতে উপস্থিত ছিলেন জেলা গভর্নর রোহেলা খাঁন চৌধুরী। তিনি বলেন প্রথম সারির ক্লাব হিসাবে জেলার বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার ভূমিকা ও কার্যক্রম অত্যন্ত জরুরি। প্রোগ্রাম চেয়ার রাশিদুল আমিনের সভাপতিত্বে রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান রোকসানা ফারুক। রোটারিয়ান নাসরিন জাহান রুনা ও মো. ইউসুফ চৌধুরীর ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের সচিবের প্রতিবেদন উপস্থাপনের পর সদ্য অতীত সভাপতি এনামুল আজিজ চৌধুরী বর্তমান সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেনকে ক্লাব চার্টার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এবং প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন।
অনুষ্ঠানে ক্লাব প্রজেক্ট হিসাবে একজন দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান এবং একজন গরিব ও মেধাবী এতিম ছাত্রীকে শিক্ষা অনুদান হস্তান্তর করেন ডিজি রুহেলা খান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৯ জন