রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের সভা

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের বর্ষ শেষ সভা সম্প্রতি ক্লাব সভাপতি ডা. এম এ করিমের সভাপতিত্বে আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিজিএন ডা. মইনুল ইসলাম মাহমুদ ও সদ্য প্রাক্তন গভর্নর রুহেলা খান চৌধুরী। ক্লাব সভাপতি রোটাবর্ষ ২০২২২৩ এর ক্লাব কার্যক্রম নিয়ে আলোচনা করেন। রোটারি জেলা ৩২৮২ এ রিভার শাইন এবছরে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে নির্বাচিত হয়। এছাড়া ও বিভিন্ন ইভেন্ট এ ক্লাব ২৮টি পুরস্কার পান। জেলা গভর্নর মতিউর রহমান ক্লাব কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে সেবা কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি ডিজিএন ডা. মইনুল ইসলাম মাহমুদ ও পিডিজি রুহেলা খান চৌধুরী বিদায়ী এবং বর্তমান বোর্ডকে শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন ড্রিস্ট্রিক্ট ফাস্ট লেডি সামিনা ইসলাম, রোসলী পারভীন, এ্যাসিস্টেন গভর্নর রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ডা. আকবর হোসেন ভুইয়া, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, রোটারিয়ান জসিম উদ্দিন খান, রোটারিয়ান কোহিনুর আক্তার, রোটারিয়ান সাব্বির চৌধুরী, রোটারিয়ান তাসকিয়া জহুর চৌধুরী, ,,ম জাহাঙ্গীর, রোটারিয়ান মেজবাহুর রহমান, রাটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান আজিজ, রোটারিয়ান মরতুজা বেগম, রোটারিয়ান ইমতিয়াজ উদ্দিন খান, রোটারিয়ান ডা. সালমা রুবায়েত ইসলাম, রোটারিয়ান তাসনিম আবেদিন, রোটারিয়ান শিলা করিম, রোটারিয়ান সানিউল ইসলাম, সুনেইরা করিম প্রমুখ। সবশেষে ভোট অফ থ্যাংস প্রদান করেন বর্তমান (২০২৩২৪) সভাপতি প্রফেসর ড. মোহিতউল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি মুহম্মদ নূরুল হুদার কবিতায় আবৃত্তিসন্ধ্যা
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ কর্মশালা