রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভা গত ২৭ সেপ্টেম্বর নগরীর সিএমপি অফিসার্স ক্লাবের অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ আরমানের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন ইঞ্জিনিয়ার মোরশেদ আলম। রোটারি সেবায় সেপ্টেম্বর মাস হলো মৌলিক শিক্ষা এবং সাক্ষরতার মাস। সাক্ষরতা ও মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করেন ছাইফুল হুদা ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাঈম, ওমর ফারুক। উপস্থিত ছিলেন মুহাম্মদ সাজেদুল হক,জাহেদুল ইসলাম, পলাশ বড়ুয়া, রোটার্যাক্ট বাপ্পি শাহনেওয়াজ, ক্লাব মেম্বার মেজবাহুল করিম আসিফ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শমশের তাবরিজ ও এহসান মাহমুদ আলম। প্রেস বিজ্ঞপ্তি।