রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভা

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির নিয়মিত সভা গত ২৬ জুলাই সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান ও সেক্রেটারি পিপি মোহাম্মদ আরমানের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম। সভায় সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন রোটারি গভর্নর অধ্যাপক তৈয়ব চৌধুরী ও রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রালের চ্যার্টার প্রেসিডেন্ট পিডিআর মীর নাজমুল আহসান রবিন। উপস্থিত ছিলেন পিপি এইচ এম ফেরদৌস, চ্যার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান, পিপি আজিজুল বারী জিন্নাহ, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি মুহাম্মদ সাজিদুল হক, তানজিনা জিন্নাহ হীরা, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের পিপি আব্দুল মোতালেব ও প্রেসিডেন্ট মোর্শদা শাহরিন জোছনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদের বর্ষাকালীন সঙ্গীত উৎসব
পরবর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজের পুতুলনাট্য বিষয়ক কর্মশালা