রোটারি ক্লাব অব চিটাগংয়ের নিয়মিত সভা গতকাল চারুলতা বিদ্যাপিঠে অনুষ্ঠিত হয়। ক্লাবের পক্ষ থেকে রেললাইনস্থ এ ছিন্নমূল বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব চিটাগংয়ের সভাপতি রোটা. অধ্যাপক ডা. মো. আকবর হুছাইন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রোটারি জেলা ৩২৮২ এর ২০২৫–২৬ রোটাবর্ষের গভর্ণর ডা. মইনুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, শিশুরা হল কাদার মত, তাদেরকে যেভাবে গড়তে চাইবেন সেভাবেই গড়তে পারবেন। আমাদের উচিত তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, নীতি–নৈতিকতার পাঠ দিয়ে সমাজ বিনির্মানের জন্য গড়ে তোলা। সুবিধাবঞ্চিতদেরও অধিকার আছে নিজেকে গড়ে তুলে সমাজকে কিছু দেয়ার। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটা. অধ্যাপক ইমরান বিন ইউনুছ, সাবেক সভাপতি রোটা. অধ্যাপক আব্দুল আলিম, সাবেক সভাপতি রোটা. সাব্বির চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা, সভাপতি ইলেক্ট রোটা. অধ্যাপক ডা. মুনির আহসান খান, এক্সিকিউটিভ সেক্রেটারি শফিকুল ইসলাম রিফাত, চারুলতা বিদ্যাপীঠের সভাপতি মো. ইসমাইল সহ শিক্ষকবৃন্দ। উপস্থিত অতিথিরা ভবিষ্যতে তাদের লক্ষ্য পূরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।