রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর এক সভা গত শনিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে এতে অতিথি বক্তা ছিলেন প্রফেসর ডা. ওয়াজির আহমেদ।
বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, এমদাদুল আজিজ চৌধুরী, প্রফেসর ডক্টর খুরশিদা বেগম, ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, মো. সালাহউদ্দিন, মোহাম্মদ বেলাল, ইকরাম পাশা, মোহাম্মদ দিদারুল আলম , জয়াশীষ দাশ, আজম মোহাম্মদ জহির উদ্দিন, হাসানুজ্জামান শান্টু, ফারিহা তাবাসসুম চৌধুরী, আদনান হোসেন, সৌরভ ঘোষ প্রমুখ। অতিথি বক্তা প্রফেসর ডা. ওয়াজির আহমদ বলেন, মানবিক কর্মকাণ্ডের জন্য রোটারি আজ বিশ্বে সমাদৃত।
বিভিন্ন পেশার লোকজন যারা রোটারির সাথে জড়িত তাদের মাঝে মানবিকতার ছোঁয়া অর্থাৎ মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা প্রবল। তাদের মানবিক কাজগুলি অন্যান্য সংগঠন যদি অনুসরণ করে তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে।