রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে সেপ্টেম্বর মাস রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক ঘোষিত ‘রোটারি বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস’ উদযাপন এবং ক্লাবের নতুন ১৪ জন সদস্য অন্তর্ভুক্তিকরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এক সভা ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে গতকাল রোববার নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক বক্তা ছিলেন বিএএফ শাহীন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. নাসির উদ্দিন। বক্তব্য রাখেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আজিজুল গণি চৌধুরী, এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর আব্দুল মামুন বাহার, ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, নির্বাচিত সভাপতি আলমগীর পারভেজ, রোটারি ক্লাব আগ্রাবাদের সভাপতি মোহাম্মদ শফিউল আলম, রোটারি ক্লাব চিটাগাং হিলটউনের সভাপতি মোহাম্মদ ইউসুফ, ক্লাবের সহ-সভাপতি সৈয়দা কামরুন নাহার, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন, ট্রেজারার ইকরাম পাশা, ক্লাব পরিচালক ড. আয়েশা আফরিন, এসএম জমির উদ্দিন, মিজানুর রহমান আপন, ফিলিপ গোমস, রোটারিয়ান লিমন প্রমুখ। বিজ্ঞাপ্ত।