রোটারি ক্লাব অব অপরূপ চট্টগ্রামের (২০২৪–২৫) সভাপতি নির্বাচিত হলেন সাদ শাহরিয়ার ও সেক্রেটারি সফিউল ইসলাম জিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন আইপিপি সৈয়দ ইরফানুল আলম, সহ–সভাপতি শাহজাদা মোহাম্মদ আরিফ উল্লাহ খান (তায়েফ) ও মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও অ্যাড. মোহাম্মদ রায়হান উদ্দিন, ট্রেজারার আসিফ রেজা ফাহিম, বুলেটিন এডিটর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সদস্যরা হলেন –মোহাম্মদ ইয়াসির, তানভীর রেজোয়ান, সাইফুল আলম, ডা. ফাইজা আফরিন তিতলী। সমপ্রতি ক্লাবের বোর্ড সভায় ক্লাবের সভাপতি (২০২৩–২৪) সৈয়দ ইরফানুল আলম সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।