রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ২০২৫–২৬ রোটারি বর্ষের নিয়মিত সভা চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ২০২৫–২৬ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু নিয়মিত সভা আহ্বান করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সহঃ সচিব রোটাঃ ওয়াহিদুল ইসলাম অয়ন।
ক্লাবের কার্যক্রম ও রিপসা টিমের কার্যক্রম নিয়ে আলোকপাত করেন রিপসা ডেপুটি কোডিনেটর সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান মোহাম্মদ হান্নান ও ফজলে রাব্বি সিনান। রোটারেকট ক্লাব সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রোটারএক্টর শাহরিয়ার কবির। সকলেই ক্লাবের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে প্রোগ্রাম নিয়ে আলোকপাত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ, রোটারেক্টরবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ। সভাপতি সকলকে পারিবারিক সমপ্রীতির প্রতি নজর দেয়ার অনুরোধ করেন। আগতদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।