রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ২০২৪–২৫ রোটারি বর্ষের ষষ্ঠতম সভা চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ২০২৪–২৫ রোটারি বছরের নিয়মিত সভাপতি রোটারিয়ান শোয়েব উদ্দিন খানের অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন অতীত সভাপতি রোটারিয়ান মাইনুদ্দিন রতন এবং ক্লাব সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাসানুজ্জামান শান্টু। অন্যান্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি ক্লাবের সার্ভিস প্রজেক্ট এবং ২০২৪–২৫ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান ওবায়দুল হক মনি, কাজী হাসানুজ্জামান শান্টু, মাইনুদ্দিন রতন, এক্স রোটারেক্টর ফজলে রাব্বি সিনান। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সভাপতি এঙ রোটারেক্টর সিনানকে রোটারির পিন পরিয়ে রোটারিয়ান হিসেবে বরণ করে সভায় উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেন। সভাপতি উপস্থিতিদের ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।