রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ২০২৪–২৫ রোটারি বর্ষের প্রথম সভা গতকাল শুক্রবার চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের ২০২৪–২৫ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান শোয়েব উদ্দিন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য অতীত সভাপতি রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজি নতুন সভাপতিকে কলার পরিয়ে দেন। ক্লাবের গ্লোবাল গ্রান্ড ও অন্যান্য সার্ভিস প্রজেক্ট এবং ২০২৪–২৫ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি নন ডিসট্রিক্ট ৬৫ এর বিভিন্ন ক্লাবের লিডারগণ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চিটাগং হেরিটেজের পক্ষে রোটারিয়ান আবু তৈয়ব, মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, রিদওয়ানুল করিম, কাজী হাসানুজ্জামান শান্টু, গিয়াস উদ্দিন আজম শাহ, মাইনুদ্দিন রতন, এডভোকেট আয়েশা আক্তার সানজি। এছাড়াও আগত রোটারিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রুহেলা খান চৌধুরী, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাজাহান, রেজাউল করিম, পাস্ট প্রেসিডেন্ট এমদাদুল আজিজ, নজরুল ইসলাম নান্টু, মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি ওমর আলী ফয়সাল, মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ইব্রাহিম হোসেন। সভাপতি আগতদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












