রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ৩৬১তম নিয়মিত সভা ও ২০২৩২৪ রোটারি বছরের পঞ্চম নিয়মিত সভা চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের ২০২৩২৪ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের গ্লোবাল গ্রান্ড এবং ২০২৩২৪ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেপ্টেম্বর লিটারেসি মাস উপলক্ষে ক্লাব প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের এডিশনাল ডিস্ট্রিক সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট মেম্বারশিপ সেমিনার চেয়ার মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, চিটাগং হেরিটেজের সেক্রেটারি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, প্রাক্তন সভাপতি ডিস্ট্রিক্ট লার্নিং টিম ফেসিলেটর মাইন উদ্দিন রতন, প্রাক্তন সভাপতি গিয়াস উদ্দিন আজম শাহ, মোহাম্মদ আব্দুল কাদের বিপ্লব, রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন, ইকরামুল হুদা, মবিনুল কাইফ, ওবায়দুল হক মনি, গোলাম জিলানী জুয়েল, এম এ হান্নানসহ ক্লাবের সদস্যবৃন্দ, রোটারেক্টরবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ। ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি সকলকে পারিবারিক সমপ্রীতির প্রতি নজর দেয়ার অনুরোধ করেন। আগতদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাংক কলোনিতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধআব্দুর রশিদ কোম্পানি