রোটারি ক্লাব অফ চিটাগাং রেইনবোর ফ্রি মেডিকেল ক্যাম্প

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগাং রেইনবোর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। গত ১২ সেপ্টেম্বর ইয়াকুব নগর দোভাষী বাড়িতে ক্লাব প্রেসিডেন্ট সাবিনা কাইয়ূমের বাসভবনে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় ১শ’ রোগীকে ত্বকের রোগ, সাধারণ মেডিসিন, গাইনেকোলজি ও ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেনডা. সাইয়েদা আক্তার শাহনাজ ও ডা. হীরক কুমার পাল।

সাবিনা কাইয়ূমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রোটা. ডা. ইমরান বিন ইউনুস (নেফ্রোলজি)। অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি পি পি রেজাউল করিম, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটির প্রেসিডেন্ট খন্দকার মুহম্মদ এমদাদুর রহমান, রোটারি ক্লাব অফ চিটাগাং এনসিয়েন্টের পি পি ফোরকান আহমেদ, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটির পি পি সাইফুল হুদা সিদ্দিকী, রোটারি ক্লাব অফ গ্রেটার চিটাগংয়ের পি পি এমদাদুল আজিজ চৌধুরী।

রেইনবো ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতা, পি পি আবদুল মামুন বাহার, পি পি খায়ের আহমেদ, পি পি মির্জা হাফিজ সোহেল, পি পি ইফতেখার উদ্দিন খান, আইপিপি তাসনুভা হায়দার নোভা, জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা দে, অ্যাডভোকেট আনোয়ারুল হক, রাসেল উদ্দিন, রোটারেক্ট আসিফ প্রমুখ। শেষে ডা. ইমরান বিন ইউনুস চিকিৎসকদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী ও রেয়াজুদ্দিন বাজারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইসলামী আইন ন্যায় ও স্থিতিশীলতার পথ দেখায়