রোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের উদ্যোগে লোহাগড়ার চুনুতীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়। এ সময় ২০ জন রোগীকে অপারেশনের জন্য মনোনীত করে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়। এতে চক্ষু পরীক্ষা করেন ক্লাব সভাপতি ডা. এম আর করিম। এছাড়া উপস্থিত ছিলেন রোটারিয়ান শিলা করিম, রোটারিয়ান আসিফ খান, ইন্টারেক্ট সুনেরা করিমসহ রোটারেক্ট ও ইন্টারেক্ট ক্লাবের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।












