রোটারি ক্লাব অফ চিটাগং খুলশী সেন্ট্রালের কম্বল বিতরণ

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগং খুলশী সেন্ট্রালের উদ্যোগে ১০০ সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম লালমনিরহাট হাতীবান্ধার ৮নং নওদাবাস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসিএস লজিস্টিক লিমিটেড চট্টগ্রামের সহোযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওদাবাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দুলাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রজেক্টর কোঅর্ডিনেটর মোঃ হামিদুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ আলী, এ্যাডভোকেট মোঃ সোলায়মান গনি, প্রভাষক সুজিদ কুমার বর্মন, মোঃ শাহ আলম, মোঃ রুস্তম আলী, মোঃ আতাউল কবির, মোঃ আব্দুল্লাহ, আঃ রহিম, আঃ কাইয়ুম।

এতে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা নিরিখে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের ক্ষুদ্র এই প্রচেষ্টা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৈয়্যবিয়া গাউছিয়া মাদরাসায় সালানা জলসা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলবার্টের সাক্ষাৎ