সমপ্রতি ক্লাব প্রেসিডেন্ট রোটা: এস. এম. মুহিবুর রহমান সভাপত্বিতে রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেটের রেগুলার সভা নগরীর স্বনামধন্য রেস্টুরেন্ট মিল সিটিতে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এস. এম. মুহিবুর রহমান ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বলতে গিয়ে বলেন, সমপ্রতি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ প্রদানে সার্বিক সহযোগিতায় এ কে খান গ্রুপের ভূমিকা বিশাল প্রশংসার দাবিদার এবং পাশাপাশি শহরের বিভিন্ন রোটারি ক্লাব ও রোটারেক্টরদের সরাসরি অংশগ্রহণ ক্লাবের সকলের মাঝে আশার আলো জাগিয়েছে।
এ কে খান গ্রুপের হেড অফ হিউমান রিসোর্সেস রোটারিয়ান মাফরুর হকের সার্বিক সহযোগিতায় বন্যা কবলিত ৩০০০ হাজারেরও বেশি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী দুর্যোগ অঞ্চলে পাঠানোর জন্য উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে ফটিকছড়ি, ফেনী এবং নোয়াখালীতে দুর্গত মানুষের মাঝে এই ত্রাণসামগ্রী সুন্দরভাবে বন্টন ও পৌঁছে দিতে পেরে ক্লাবের সকল রোটারিয়ান ও রোটারেক্টরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করের ক্লাব প্রেসিডেন্ট। পরিশেষে প্রেসিডেন্ট ইলেক্ট নোমান বিন জহির উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সভার সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।