রোটারি ইন্টারন্যাশনালের ১১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বিশ্বকে পোলিওমুক্ত করাসহ বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ অবস্থানের জন্য এই সংস্থাটি প্রশংসিত।
সার্বজনীন সেবার মনোভাব নিয়ে ১৯০৫ সালে আমেরিকার শিকাগো শহরে সর্বপ্রথম এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়। বিশ্বের প্রায় ২০৪টি দেশে প্রায় চৌদ্দ লক্ষ রোটারিয়ান অনুন্নত দেশগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষাসহ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে পালন করা হয়।বাংলাদেশের দুইটি রোটারি জেলার মধ্যে ৩২৮২ একটি।
এই জেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নগরীর স্টেডিয়াম চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।এদিন চট্টগ্রামের সেরা নার্সকে এবং চারজন সেবককে পুরস্কৃত করা হবে।
এছাড়া চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে (যারা ঝরে পড়া শিশুদের নিয়ে কজে করে) প্রায় দুইশত ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। সিএমপির প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশের মধ্যে ছাতা বিতরণ করা হবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে একটি বর্ণিল মোটর শোভাযাত্রারও উদ্যোগ নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।