‘নেতৃত্ব বদল হয়, কিন্তু বদলায় না রোটারির মূল দর্শন সার্ভিস অ্যাবাভ সেলফ’। এই মূলনীতিকে সামনে রেখে রোটারি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এরিয়া ২০২৫–২৬ বর্ষের ইয়ার লঞ্চিং প্রোগ্রাম গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ‘ইউনিট পর গুড’ স্লোগানে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ৩৮টি ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্টদের হাতে কলার তুলে দেওয়া হয়, যার মধ্য দিয়ে তাঁরা দায়িত্ব গ্রহণ করেন এবং নতুন বর্ষের পথচলা শুরু হয়। সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি প্রজেক্ট সাপোর্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম এরিয়ার অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো অর্ডিনেটর কেরামতুল আজিম পিন্টু। তিনি বলেন, রোটারির নেতৃত্ব শুধুমাত্র একটি পদের নাম নয়। এটি হচ্ছে দায়িত্ব, আত্মনিবেদন ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। কলার গ্রহণ মানেই নিজেকে উৎসর্গ করা মানুষের কল্যাণে।
বিশেষ অতিথি ছিলেন এমদাদুল আজিজ চৌধুরী।
বক্তব্য রাখেন আফতাব উদ্দিন সিদ্দিকী, ফেরদৌস আরা বেগম, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি রেজাউল করিম চৌধুরী, নুরুল আলম চৌধুরী কিরণ, সাইফুল হুদা সিদ্দিকী, ইব্রাহিম হাসান, অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, হাসিনা আক্তার লিপি, তাসনোভা হায়দার, মিনহাজ এ নাহিয়ান, জামাল উদ্দিন আহমদ, এস এম জমির উদ্দিন ও কামরুন নাহার সুমি। বক্তারা রোটারির মানবিক কার্যক্রম, সমাজ সংগঠনে ভূমিকা এবং ব্যক্তিগত দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। কেক কেটে নতুন বর্ষকে বরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজকরা জানান, নতুন বছরে প্রতিটি ক্লাব শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সচেতনতা ও মানবিক সহায়তাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করবে। প্রেস বিজ্ঞপ্তি।