রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্রমন্ত্রী

| শনিবার , ২২ মে, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ। সে কারণে সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বাংলানিউজের।
ড. মোমেন বলেন, কেউ বিনা কারণে শাস্তি পাক, সেটা আমরা প্রত্যাশা করি না। আমাদের বিচার ব্যবস্থা খুব স্বাধীন। রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। রোজিনা ইসলামের বিষয়টি এখন একটি আইনি বিষয়। এটা আইনিভাবেই মীমাংসা হবে। এটা নিয়ে আমরা এর বেশি কথা বলতে চাই না।

পূর্ববর্তী নিবন্ধ১৩৬ কোটি টাকার কাজ পেতে দেনদরবার?
পরবর্তী নিবন্ধঅনিয়ম খুঁজতে চসিকের পাঁচ সদস্যের তদন্ত কমিটি