তামাকুমন্ডি লেইন বণিক সমিতি : তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সরওয়ার কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল। ইফতার মাহফিল ও নির্বাচিত সাংসদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১০ আসনের সাংসদ মো. মহিউদ্দিন বাচ্চু এবং চট্টগ্রাম–১৫ আসনের সাংসদ এম এ মোতালেব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা মো. সাইয়্যিদ আবু নোমান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চসিক ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর ও সমিতির উপদেষ্টা আবদুস সালাম মাসুম, জামাল আহমদ, জসিম উদ্দিন কবির, আবুল হোসাইন, এম.এ শুক্কুর, আব্দুর রহিম, হাজী সেলিম উল্লাহ, সাবেক সভাপতি আব্দুল খালেক, আবু তালেব, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, এস এম ছমীর, মেয়াদকালীন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সুলেমান, চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আলম চৌধুরী, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক প্রমুখ।
পূর্ব নাসিরাবাদ এলাকা : পবিত্র মাহে রমজান উপলক্ষে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ– সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের উদ্যোগে গতকাল শনিবার ইফতারীর আগ মুহূর্তে পূর্ব নাসিরাবাদ এলাকায় বিভিন্ন শ্রেণির পেশার রাজনৈতিক সহকর্মীসহ রোজাদারদের মাঝে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। নাসিরাবাদে জিইসি, শান্তিধারা আবাসিক এলাকা, চৌধুরী বাড়ী, আজিজ ভিলা সহ আশপাশে এলাকাগুলোতে ঘরে ঘরে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করেন হাবিবুর রহমান তারেক। এতে সাজ্জাদ হোসেন টিপু, মোহাম্মদ মহসীন, গিয়াস উদ্দীন, নুরুল আবছার রাফি, শ্রাবন বড়ুয়া, নাজিম উদ্দীন, সাবের হোসেন,মনির হোসেন সৌরভ বিপ্লব, নাঈম উদ্দীন, জুমান হোসেন, আশিক ইমরান, সাব্বির হোসেন, সাইমন হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মমতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ–পরিচালক ড. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মমতার সভাপতি জাহাঙ্গীর আলম যোসেফ, সাধারণ সম্পাদক পুরবী দাশ গুপ্তা, সাবেক সাংসদ সাবিহা মুসা, কে এম সাদুল্লা চিশতী, হারুন ইউসুফ, মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক তৌহিদ আহমেদ সহ মমতা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক আযহারী।

ইউসিটিসি : ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) গত ২৩ মার্চ ইসলামিক স্টাডিজ বিভাগ, ২৭ মার্চ ইউসিটিসি কম্পিউটার ক্লাব, ২৮ মার্চ স্কুল অব বিজনেস, ২৯ মার্চ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ পর্যায়ক্রমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর আব্দুল কাদের তালুকদার, সি.এস.সি বিভাগের বিভাগীয় প্রধান এম এম মোশাররফ হোসেন, ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান এস এম বেলাল নূর আজিজী, স্টুডেন্ট অ্যাফেয়ার্স–এর পরিচালক এস.এম. শহিদুল আলম, মার্কেটিং এন্ড এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার, সহ সকল কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ : বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ারের নির্দেশনায় প্রতিদিনের ন্যায় গতকাল নগরীর জিইসির মোড়ে অসহায়, সুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক মানুষ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ সিনিয়র সদস্য সোনিয়া আজাদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য, তারই লক্ষ্যে কোন মানুষ যেন অভুক্ত না থাকে এ ধারাবাহিকথা রক্ষার্থে প্রথম রমজান হতে প্রতিদিন চট্টগ্রাম মহানগর যুব মহিলার পক্ষ থেকে আমি পাঁচশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছি।
এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, দেলোয়ার হোসেন, সৌরভ হোসেন চৌধুরী সৌরভ, ফারুক খান, রুবেল শীল, মোহাম্মদ সানোয়ার হোসেন নয়ন, ওমর ফারুক, জাসেদ হাওলাদার মনির, আরিফ শরীফ, মোহাম্মদ রায়হান, নাজমুল হোসেন, কানিজ ফােেতমা, শীরিন সালাউদ্দিন, তুসমীসহ অনেকে।

বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবন বড়ুয়ার পরিবার বর্গের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ লায়ন সোহেল বড়ুয়ার সভাপতিত্বে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম বোরহান উদ্দীন। দীপানন্দ ভান্তের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জীবন বড়ুয়া, আহসানুল করিম রুকন, মোঃ ইকবাল, দিপানন্দ স্থবির, সত্যনন্দ ভিক্ষু, শাষন প্রিয় মহাথেরো, রয়েল বড়ুয়া প্রমুখ।

বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ : সমাজ সেবামূলক সংগঠন ‘বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ’র আয়োজনে নগরীর আমির হোসেন দোভাষ সড়কস্থ রশিদ বিল্ডিংয়ের সবুজ চত্বরে শনিবার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক এম নবী দোভাষ, ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ইকবাল হোসেন দোভাষ, সদস্য সচিব মো. জাকারিয়া, যুগ্ম আহবায়ক আতিক আহমেদ আকতার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর দোভাষ, যুগ্ম সদস্য সচিব মো. হোসেন, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন রেজা রাজু, হাজি শাহ আলম, আক্তার আলি বাচ্চু, জেবল হোসেন দোভাষ, আইয়ুব হোসেন দোভাষ, মামুন চৌধুরী, সাইফুল আলম মাসুম, জুবাইদুর রহমান ইমরোজ, মুহাম্মদ হারেস, মো. হোসেন, লিয়াকত আলী, মো. মঞ্জুুর আলম, আব্দুস সুক্কুর, আব্দুর রাজ্জাক, আমির আহমেদ মুন্সী, মো. খলিল, সোশ্যাল ইসলামি ব্যাংক পিএলসির ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মাহমুদ হাসান, নিজাম উদ্দিন ইমতিয়াজ, যুবায়ের আহমেদ প্রমুখ।

ছাত্রলীগ : বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় রমজান জুড়ে শিক্ষার্থী–শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মার্চ) প্রবর্তক মোড়ে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী ওবাইদুল আলম শাকিল। এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ–সভাপতি মো. শাহাদাত হোসেন পারভেজ, সহ–সভাপতি শাহাজাদা চৌধুরী, ছাত্রলীগ নেতা হৃদয় ইউসুফ, জয়নাল আবেদিন রাহাত, মো. কাইম বাদশা, মোঃ আরফাত, মো. ইলহাম।

বাহোপ চট্টগ্রাম জেলা : বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৬ মার্চ নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হলরুমে অনুষ্ঠিত হয়। বাহোপ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের জেলা সহ–সভাপতি ডা. মোহাম্মদ আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিন, বাহোপ কেন্দ্রীয় সহ–সভাপতি ডা. মৃদুল কান্তি দে, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ডা. এসএম ছালেহ জাহাঙ্গীর, ডা. সাধন চন্দ্র পাল, ডা. এসএম রবিউল হোসাইন, লায়ন ডা. প্রণব বিশ্বাস, ডা. মহসিন, ডা. এমএ বশার, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ। বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আবদুর রাজ্জাক, ডা. কাবেরী দাশ, ডা. রাহনুমা আকতার সুখি, ডা. এমএ ফজল, ডা. ফারজানা বাহার, ডা. মোহাম্মদ মুছা, ডা. অমিতা দেবী, ডা. অনিমা পাল, ডা. মোহাম্মদ এমরান, ডা. এমএম ফয়েজ উল্লাহ আল ফারুক, ডা. এমএম ওমর ফারুক, ডা. দিদারুল আলম, ডা. মিজানুর রহমান, ডা. অনুপম নাথ, ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, ডা. শিপ্র প্রভা মহাজন, মামুনুর রশিদ, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. শহিদ হোসাইন মোরশেদ, ডা. মৃনাল কান্তি নাথ, ডা. আরিফুল ইসলাম, ডা. সুবীর দত্ত প্রমুখ।
উত্তর পাঠানটুলী : পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সদস্য হাজী সৈয়দ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষে গরীব ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে গত ২৭ মার্চ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস। এসময় উপস্থিত ছিলেন ছিলেন মহানগর যুবলীগ নেতা রহিমদাদ খান বাদশা, মোহাম্মদ হেলাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাজু চৌধুরী, জামশেদ আলম, শেখ কামাল, নুর খান, মো. সেলিম, নজরুল, লোকমান, পরিবারের সদস্য সৈয়দ ফয়সাল আহমেদ, সৈয়দ মঈনুল করিম বিপন, সৈয়দ মর্তুজা বর্ষণ, যুবলীগ নেতা মো. রাজু, মো. রুমেন, মো. আলী খান, মো. রমজান, আরিফ, সবুজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাবেদ, বিপু, শাহেদ রবিন, মো. ইয়াসিন, মো. ফরহাদ, মো. রনি, মিন্টু, ফাহিম, ছাত্রলীগ নেতা জানে আলম, পিনাক ভৌমিক, মোহাম্মদ সাকিব, হৃদয়, অয়ন, রাহাত প্রমুখ। শেষে কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গফফার–আমেনা–খালেক ফাউন্ডেশন : সাতকানিয়া উপজেলায় গফফার–আমেনা–খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আবদুল গাফফার চৌধুরী সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন, নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খোকন, নুরুল কবির, আরমান হোসেন, মোহাম্মদ টিটু, তানভীর হোসেন, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ হামদান প্রমুখ।

চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন : চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল বিগত ২৯ মার্চ রেডিসন ব্লু–তে অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ। প্রোগ্রাম সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রাশেদ রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ রওশন আক্তার, অঞ্জন কুমার দাস এবং বিমল চক্রবর্তী প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠন মোশতাক আহমদ তালুকদার, মোঃ মাহফুজুল হক ভুইঁয়া, মোহাম্মদ জাহিদ বুলবুল, ক্যাপ্টেন ইয়াসির আরাফাত, মোঃ রাশিদুল হাসান চঞ্চল, মহিদুল ইসলাম আরকান, চৌধুরী আনোয়ারুল আজিম ও এমএইচ শাহ বেলাল, হালিমা খাতুন নিশাত, মোঃ নাসির উদ্দীন, হারুনুর রশিদ, গাজী গোলাম উদ্দিন রাসেল প্রমুখ।

সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ২৯ মার্চ নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতের বলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দিন। মোনাজাত করেন আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন। মো. খোরশেদ উদ্দিন মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, এজাজ আহমদ চৌধুরী আরজু, প্রকৌশলী মো. ফরহাদ হোসেন, মো. মমতাজ উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে মীর মো. মহিউদ্দিনকে উপদেষ্টা, এজাজ আহমদ চৌধুরী আরজুকে আহ্বায়ক, মো. খোরশেদ উদ্দিন মিন্টু, শফিক উদ্দিন আহমেদ, মো. মাঈনউদ্দিন তালুকদার, টিটু বড়ুয়া ও হেনা ইয়াছমিনকে যুগ্ম আহ্বায়ক, এসএম আহসানুল কবির চৌধুরী টিটুকে সদস্য সচিব করে সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ’৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
        











