মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীরা এ সরকারের আমলে বেশি নির্যাতিত। সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে হয়রানি করছে। বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। নগর যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মামলায় জেল-হাজতে ছিলেন। গতকাল জেল-হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন। এটা অত্যন্ত বেদনাদায়ক। সরকারের জুলুম নির্যাতন অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ। গতকাল বুধবার কোর্ট হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। রোজা আসার আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন।
এ সময় উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, মনজুর আলম মঞ্জু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এইচ এম রাশেদ খান, জাকির হোসেন, বেলায়েত হোসেন, হাজী নবাব খান, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ ও আসাদুর রহমান টিপু। প্রেস বিজ্ঞপ্তি।