রোজভ্যালী লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালী ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর উদ্যোগে গত ২৬ আগস্ট নোয়াখালী জেলার বেগমগঞ্জ আমানতপুরে বৃক্ষরোপণ ও ৩ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। দিনব্যাপি এই আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফারাহ বেনজীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন অনিমেষ রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্ধোধন করেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল। উপস্থিত ছিলেন লায়ন মো. ওসমান গনি, লায়ন মো. শওকত উল ইসলাম, লায়ন আবদুল গাফ্‌ফার চৌধুরী, লায়ন মীর্জা মো. মনসুরুল হক, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মোবিন, লায়ন আলী আশরাফ আসগরী, লায়ন আবুল মনসুর চৌধুরী, লায়ন সুলতানা রাজিয়া চৌধুরী, লায়ন শুক্কুর চৌধুরী, লায়ন ফারাজ, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। প্রধান অতিথি এলাকায় বর্তমানে ও অতীতে চক্ষু চিকিৎসা, স্বাস্থ্য সেবা, মানবিক ত্রাণ বিতরণের বিস্তারিত কর্মকান্ড তুলে ধরে আগামীতেও সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কলেজে ডেঙ্গু সচেতনতা বিয়য়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধমাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন সোলাইমান আলম শেঠ