চট্টগ্রাম নগরীর রোজভ্যালি আবাসিক এলাকায় মতবিনিময় করেছেন মোরশেদ–কাদের–সাইফুদ্দিন পরিষদের নেতারা। দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন তারা। সমপ্রতি নগরীর রোজভ্যালি আবাসিক এলাকা পরিচালনা পরিষদের অফিসে মোরশেদ আহমেদ মঞ্জু ও মুহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে সাক্ষাতে মিলিত হন।
এসময় রোজভ্যালি আবাসিক এলাকা পরিচালনা পরিষদের নেতা লেখক ও কলামিস্ট আহমদুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী শাহ আলম বাবুল, সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে প্যানেল সভাপতি–সাধারণ সম্পাদক মোরশেদ আহমেদ মঞ্জু ও মুহাম্মদ সাইফুদ্দিন, সহ–সভাপতি ডা. গোলাম কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সদস্য পদপ্রার্থী প্রকৌশলী আবুল কালাম আজাদ, আজাদ মঈনুদ্দীন, দিলশাদ আহমেদ, এসএম জমির উদ্দীন, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মঈন উদ্দিন খান চৌধুরী এবং প্রকৌশলী মো. রেজাউল হায়াত খান উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সোসাইটির আসন্ন নির্বাচনের বিষয়ে তুলে ধরেন প্রার্থীরা। তারা জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১২টি পদে প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছেন। প্রত্যেকজন প্রার্থী যোগ্য এবং নানা সামাজিক কাজে যুক্ত। প্যানেলের সকল প্রার্থী সোসাইটির বাসিন্দা; ফলে সেবা প্রদান সহজ ও সুলভ হবে। পাশাপাশি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। একটি আদর্শ সোসাইটি গঠন এবং উন্নয়নের সুযোগ পেতে আন্তরিকতা ভোট প্রত্যাশা করেন।
রোজভ্যালি পরিচালনা পরিষদের কর্মকর্তারা প্যানেলের প্রার্থীদের শুভ কামনা জানান। পরিবর্তিত সময়ে নতুন কমিটি গঠন হলে সোসাইটির ঐতিহ্য রক্ষায় কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।