সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ডেঙ্গু রোগের ভয়াবহতার কারণে সম্প্রতি বিনামুল্যে চিকিৎসার জন্য উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজের পার্শ্বস্থ বিল্ডিংয়ের ২য় তলায় ৫০ শয্যা বিশিষ্ট অবৈতনিক ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল চালু করেন। চালুর পর থেকে ১৬৬ জন রোগী চিকিৎসা গ্রহণ করে এবং ৬২ জন রোগী হাসপাতালের বেডে ভর্তি থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে যান। ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার, ২ জন নার্স, ২ জন ওয়ার্ড বয় ও ৩ জন আয়া হাসপাতালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। রোগীদের থাকা খাওয়ার ঔষধপত্র সহ যাবতীয় ব্যয় বহন করে সাবেক মেয়র এম মনজুর আলম প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ও ট্রাস্ট। এ খাতে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
বর্তমানে রোগীর স্বল্পতা দেখে সাবেক মেয়র এম মনজুর আলম গতকাল বুধবার সকালে মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ডাক্তার ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডেঙ্গু রোগীর অস্থায়ী হাসপাতালটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময়ে সাবেক মেয়র বলেন, যে কোনো দুর্যোগ, দুর্বিপাক ও মানবকল্যাণে সেবা দেয়ার জন্য আমাদের ফাউন্ডেশন ও ট্রাস্ট সদা প্রস্তুত রয়েছে। অতীতে করোনা ভাইরাসের সময় আমরা আইসোলেশন সেন্টার খুলে রোগীদের সেবা দিয়েছি এবং বিনামূল্যে অঙিজেন সরবরাহ করেছি। এ ধরনের সেবা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।