রোগীর সাথে খারাপ আচরণের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

পটিয়া হাসপাতাল পরিদর্শনে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পটিয়া হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজখবর নিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল শনিবার দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ পরিদর্শনে যান তিনি। এসময় রোগীরা হুইপকে হাসপাতাল থেকে সরকার প্রদত্ত ওষুধ ও স্যালাইন পর্যাপ্ত পরিমাণ না পাওয়ার অভিযোগ করেন। বিষয়টি শুনে হুইপ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হুইপ বলেন, হাসপাতালে এসে রোগীরা সরকার প্রদত্ত ওষুধ ও স্যালাইন নিবেন। রোগী বেশি হলে ওষুধ ও স্যালাইন যদি সংকট থাকে তাহলে আমাকে জানাবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসব ওষুধ ও স্যালাইন সরবরাহ করব। কোন অবস্থাতেই রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা যাবেনা। নার্সরা বিভিন্ন সময় রোগীদের সাথে খারাপ আচরণ করে এমন অভিযোগ পেয়েছি। ভবিষ্যতে কোন নার্সের বিরুদ্ধে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের প্রতিটি নোটিশ বোর্ড ও দেওয়ালে আমার ফোন নাম্বার দেওয়া আছে কোন রোগীর সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে আমাকে ফোন করে জানাবেন।

এসময় হুইপের সাথে ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা জেরিন, উপজেলা আ’লীগের সি.সহ সভাপতি আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, উপজেলা আ’লীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা জাবেদ সরোয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাপানীজ শিপ ওনার্সের সাথে শীপ ব্রেকার্স এসোর মতবিনিময়
পরবর্তী নিবন্ধসমাজ সমীক্ষা সংঘের প্রাক বাজেট আলোচনা