ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় এক কিশোরের মৃত্যুর অভিযোগে হাসপাতালটির ব্যাবস্থাপনা পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাহসিন হোসেইন নামের ১৭ বছর বয়সী ওই কিশোরের বাবা মনির হোসেন গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। খবর বিডিনিউজের।
তার আইনজীবী তানভীর আহমেদ সজীব জানান, বিচারক বেগম ফারাহ দিবা ছন্দা বাদীর আর্জি শুনে ধানমণ্ডি মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন। এটি চিকিৎসায় অবহেলার অভিযোগ হিসাবে নয়, বরং সরাসরি হত্যা মামলা হিসাবে নিতে বলেছেন বিচারক। মামলার আসামিরা হলেন : ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের এমডি ডা. এ এম শামীম, ওই হাসপাতালের সার্জন ডা. মো. সাইফুল্লাহ, সহকারী সার্জন ডা. মাকসুদ, ডা. সাব্বির আহমেদ, ডা. মোশাররফ, ডা. তাজরিন ভূইয়া ও হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহজাহান। আসামিদের অসৎ, আইন অমান্যকারী, ধূর্ত, প্রতারক’ প্রকৃতির লোক হিসেবে বর্ণনা করা হয়েছে মামলার আরজিতে। অবহেলার অভিযোগ অস্বীকার করে ল্যাবএইড হাসপাতালের এমডি এ এম শামীম বলেছেন, তারা আইনি লড়াই চালাবেন। ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম রাতে বলেন, আদালতের নির্দশনা অনুযায়ী থানায় সাতজনকে আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে।












