রোগীদের হয়রানি, চমেক থেকে ৫ দালাল আটক

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ৩:২৯ অপরাহ্ণ

চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৫ দালালকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে ওয়ার্ডের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা অবস্থায় হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বোয়ালখালী উপজেলার জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ডের আলাউদ্দিন ওরফে মাসুদ (৪২), ভোলার মো. সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ির ৩ নম্বর ওয়ার্ডের শামীম (২৮) এবং লোহাগাড়ার ওমর ফারুক (৩২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকাল থেকে তারা ওয়ার্ডের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানির অভিযোগে হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপতাকা উড়িয়ে আইকনিক স্টেশন ও রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিল বাংলাদেশ