রোগীদের সেবায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান

আলোচনা সভায় চমেক হাসপাতাল পরিচালক শামীম আহসান

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির (বাচসকস) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবদুল আজিজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মিলনায়তনে বাচসকসের চমেক আঞ্চলিক শাখার উদ্যেগে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাচসকস চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখা ও চমেক শাখার সভাপতি মো. আবদুল মতিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। প্রধান বক্তা ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার। বিশেষ অতিথি ছিলেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজ উদ্দিন, চমেকহা উপ-পরিচালক ডা. অং সুই প্রু মার্মা, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় সভাপতি এম এ হান্নান, কার্যকরী সভাপতি মো. সেলিম ভূঁইয়া, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, উপদেষ্টা মো. আবদুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম ও মরহুমের পুত্র আবদুল মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন বাচসকস চমেক শাখার সাধারণ সম্পাদক মো. ইসহাক। বক্তব্য রাখেন বাচসকস চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবদুল আউয়াল তারেক, মাসুদ পারভেজ, শাহনেওয়াজ চৌধুরী, মো. ইব্রাহিম, মো. কামাল উদ্দিন, আনোয়ারুল ইসলাম টিপু, গাজি মো. ইলিয়াস, শওকত আলী প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বাহ্নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধশঙ্খের ভাঙনে এখন আর কাউকে বসতঘর হারাতে হয় না