মানসম্মত চিকিৎসা ব্যবস্থা, সুসংগঠিত পরিচালন কাঠামো, কর্মীদের নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রোগীদের আস্থার এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল। এক কথায় বলতে গেলে এটি চট্টগ্রাম অঞ্চলের এ টেম্পল অফ সার্ভিস– এমনিই মন্তব্য করেন লায়ন্স ইন্টারন্যাশনালের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মনোজ শাহ।
গত ২৩ জানুয়ারি প্রথমবারের মতো হাসপাতালটি পরিদর্শন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মনোজ শাহ ও তাঁর সহধর্মিণী লেডি লায়ন জয়না শাহ। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোরশেদ, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, হাসপাতালের ডিরেক্টর ডা. মো. মহিউদ্দীন, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্নাসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
বাংলাদেশ ও কেনিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে অতিথিদের সাদর সম্ভাষণ জানান লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে লায়ন্স ইন্টারন্যাশনাল দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ডা. মনোজ শাহ ও তাঁর সহধর্মিণীসহ আগত অতিথিবৃন্দ হাসপাতালের অন্তঃবিভাগ ও বহিঃবিভাগের সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং অস্ত্রোপচারের পূর্ব ও পরবর্তী অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের কর্মীদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরিদর্শকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে লায়ন ডা. মনোজ শাহ বলেন, সাশ্রয়ী মূল্যে সময়োপযোগী সেবা প্রদানে হাসপাতালের প্রতিটি কর্মীর নিরলস পরিশ্রমই চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সাফল্যের মূল ভিত্তি। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি আন্তর্জাতিক পরিসরে এই হাসপাতালের প্রতিনিধিত্ব করবেন, যাতে এর মানসম্মত চিকিৎসা সেবার কথা বিশ্ববাসী জানতে পারে।
পরিদর্শন কর্মসূচির শেষ পর্বে লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান ভবনের অডিটোরিয়ামে হাসপাতালের কার্যক্রমভিত্তিক একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। ডকুমেন্টারিটি উপস্থাপন করেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্না। এতে জানানো হয়, হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ জন রোগী বহিঃবিভাগে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রতিদিন গড়ে ১০০ জনের অধিক রোগীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতালের চিকিৎসক, নার্স, প্যারামেডিক, রিফ্রেকশনিস্ট, কাউন্সিলর ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা এবং পরিচালনা পর্ষদের দক্ষ ব্যবস্থাপনা নীতির ভূয়সী প্রশংসা করেন লায়ন ডা. মনোজ শাহ। অনুষ্ঠানের এক পর্যায়ে আগত অতিথিদের হাতে হাসপাতালের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু। ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্তের সঞ্চালনায় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












