রোগীকে হয়রানির অভিযোগে দালাল আটক

আজাদী অনলাইন | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে মো. আশরাফ শামীম (২৬) নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। আশরাফ শামীম নগরীর হালিশহর থানার মুন্সিপাড়া নুর খান চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক জানান, দালাল চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে রোগী ও রোগীর স্বজনদেরকে হয়রানি করেন।

গ্রেফতার আশরাফ শামীম দালাল চক্রের সদস্য। সে ঘটনাদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করছিল। তাকে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চক্রের সদস্যরা হাসপাতাল থেকে রোগী বাইরে ভাগিয়ে নিয়ে বাইরে থেকে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনা ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাস উদ্দীন
পরবর্তী নিবন্ধব্লু ড্রিম ট্রাভেলসের বিরুদ্ধে গ্রাহকের টাকা মেরে দেওয়ার অভিযোগ