রোকেয়া ছাত্তার স্মৃতি পাঠাগারের কমিটি গঠন

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার শিল্প সাহিত্য চর্চা ও গবেষনা কেন্দ্র রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের কমিটি গঠনকল্পে এক সভা পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন রনজিত ধর, নাছির উদ্দিন, মাস্টর আবুল মনছুর ভূঞা, নাসির উদ্দিন ভূঞা ও মীর হোসেন। প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করেন ইব্রাহিম মাহমুদ। উপস্থিত ছিলেন তাসলিমা চৌধুরী সুরভী, রওশন আরা শিরিন, রশিদুল হাসান, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান ও তানজিল আরা তানজু । সভায় পাঠাগারের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কর্মকর্তা হলেন,সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রনজিত ধর, মাস্টার আবুল মনছুর ভূঞা, প্রফেসর শিমুল কান্তি ভৌমিক, প্রফেসর সাইদুল ইসলাম, আবু সাঈদ ভূঞা, তাছলিমা চৌধুরী সুরভী, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন ভূঁঞা, প্রতাপ বণিক রানা, মীর হোসেন, সানোয়ার হোসেন রনি, নিয়াজ উদ্দিন নিপু, সাংগঠনিক সম্পাদক তাকিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তানজিল আরা তানজু, পাঠাগার ও দপ্তর সম্পাদক রশিদুল হাসান, তাছনিম মাহবুব তানহা, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, জিয়াউর রহমান জিতু, এমদাদুল হক ভূঞা, ছোটন ধর, ইব্রাহিম বাদশা, নাবিদ আল ইউসরা । সভাপতি শিল্প সাহিত্য অনুরাগীদের পাঠাগারের সাথে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১২ বছরেও প্রভাষকদের পদোন্নতি না হওয়ায় বিসিএস জেনারেল এডুকেশন আ্যসোসিয়েশনের উদ্বেগ
পরবর্তী নিবন্ধপটিয়ার ভাটিখাইনে ২ শতাধিক মানুষ পেল চক্ষু চিকিৎসাসেবা