রোকনুজ্জামান খান ছিলেন বিরলপ্রজ লেখক সংগঠক ও সম্পাদক

স্বকাল আয়োজিত সেমিনারে বক্তাদের অভিমত

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

প্রখ্যাত শিশুসাহিত্যিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদা ভাই এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বকাল শিশুসাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, রোকনুজ্জামান খান দাদা ভাই আমাদের শিশুকিশোর সাহিত্যের এক সুমহান পথিকৃৎ। একজন সংগঠক ও সম্পাদক হিসেবেও তিনি ছিলেন অতুলনীয়। ছোটোদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি তাঁর সমস্ত আকাঙ্ক্ষা ও অর্জনকে একটি বিন্দুতে সমর্পণ করে সর্বজন শ্রদ্ধেয় দাদাভাই হিসেবে কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন একজন বিরলপ্রজ লেখক, নিরলস সংগঠক সম্পাদক ও পৃষ্ঠপোষক।
গত ২ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমি ফয়েজ নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ‘রোকনুজ্জামান খান দাদা ভাই এর শিশুসাহিত্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি অরুণ শীল। শিশুসাহিত্যিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন অধ্যাপক সনজীব বড়ুয়া ও শৈলী সাহিত্য বুলেটিনের সম্পাদক আজিজ রাহমান। স্বাগত বক্তব্য দেন কবি অমিত বড়ুয়া। মূল প্রবন্ধে অরুণ শীল বলেন, দাদাভাইয়ের শিশুসাহিত্য ও সংগঠন নিয়ে বেশি সময় দিয়েছেন। কিন্তু তাঁর বইয়ের সংখ্যা খুব কম। তবে তিনি যেটুকু আমাদের দিয়েছেন, তা এককথায় খাঁটি। তা-ই কালজয়ী। তাঁর কর্মের মাধ্যমে একজন নিরহঙ্কার, শিশু সংগঠক, শিশুদরদি ও সাহিত্যিক দাদাভাইকে আমরা প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করতে পারি। দ্বিতীয় পর্বে শ্রদ্ধা নিবেদন ও লেখা পাঠের আসরে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া। এতে অংশ নেন দীপক বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, নেছার আহমদ, আবুল কালাম বেলাল, শামীম ফাতেমা মুন্নী, কাসেম আলী রানা, ফারহানা ইসলাম রুহী, শিপ্রা দাশ, মঈনুল হক চৌধুরী, রাসু বড়ুয়া, তসলিম খাঁ, এস এম আবদুল আজিজ, প্রদ্যোৎ বড়ুয়া, এম কামাল উদ্দিন, আরিফ রায়হান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিশিল্পী নিশাত হাসিনা শিরিন। সেমিনারে আগামী ১০ই ডিসেম্বর থেকে আটদিন ব্যাপী চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠেয় ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে’ শিশুসাহিত্যিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল কিংবা কোন বাণিজ্যিক স্থাপনা চাই না
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও অনশন