নগরীর রেয়াজুুদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৫ টন পলিথিন জব্দ করার পাশাপাশি ৩টি গোডাউন ও ৩টি দোকান সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরীর নেতৃত্বে এ অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এসময় বাজারের মরিয়ম মার্কেটের দুটি গোডাউন, হোটেল শাহ আমানতের উপরে একটি গোডাউন ও মশারি গলির তিনটি দোকান হতে আনুমানিক ৫ টন পলিথিন জব্দ করা হয়। এসময় গোডাউন তিনটি ও দোকান তিনটি সিলগালা করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী বলেন, গোপন খবরের ভিত্তিতে আমরা জানতে পারি রেয়াজুদ্দিন বাজারে পাইকারিভাবে দেদারছে পলিথিন বিক্রি চলছে। বৃহস্পতিবার কয়েকটি গোডাউন ও দোকানে অভিযান চালানো হয়। এতে ৫ টন পলিথিন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে গোডাউন ও দোকান মালিকরা সটকে পড়েন। পরে আমরা জড়িত সন্দেহে তিনজনকে আগামী ২৪ নভেম্বর শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছি।