রেয়াজুদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

নগরের রেয়াজুদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেয়াজুদ্দিন বাজারের প্যারাডাইস সুইটস এবং কল্যানি নামে দুটি মিষ্টির দোকানের রান্না ঘর একটি। দোকান দুটির পেছনে একটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি, লেবেলিং করে বিক্রি করে আসছে। এই দুটি দোকান একই মালিকের। প্রতিষ্ঠানটি নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রবিধানমালা লংঘন করে যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণসহ নানা অসঙ্গতির কারণে আমরা মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ইয়াছিনুল হক চৌধুরী। অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং কোতোয়ালী থানার একটি টিম সহযোগিতা করে।

পূর্ববর্তী নিবন্ধস্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যুবরণ
পরবর্তী নিবন্ধশিক্ষক সংকট, বিঘ্ন ঘটছে শ্রেণি কার্যক্রমে