রেয়াজুদ্দিনবাজারে নকল প্রসাধনী শিশুখাদ্য মজুদ ও বিক্রি

১১ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৩১ পূর্বাহ্ণ

নগরীর রেয়াজুদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশুখাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রির দায়ে ১১ টি প্রতিষ্ঠানকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। এসময় ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১ টি নকল লাক্স সাবান এবং ২ কেজি বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রহিম।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্‌ফর হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রেয়াজুদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রি করে আসছে এমন খবর জানা যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে নকল প্রসাধনী ও শিশুখাদ্য এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রির দায়ে ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা হয়েছে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১ টি নকল লাঙ সাবান এবং ২ কেজি বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস। জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঅশনাক্ত লাশের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষা
পরবর্তী নিবন্ধস্থগিত এইচএসসির পরীক্ষা হবে ১৭ ও ১৯ আগস্ট