রোয়াংছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ২:০৭ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। আজ শনিবার সকালে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ঘরের বাইরে বসে থাকা অবস্থায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে যুবককে গুলি করে হত্যা করেছে।

নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। সে স্থানীয় বাসিন্দার নিসামং মারমার পুত্র। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা লাশ উদ্ধাররে ঘটনাস্থলে গেছেন। নিহত যুবক পাহাড়ে কবিরাজের কাজ করতো। এছাড়াও পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সাথে জড়িত ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এক জনকে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকান্ডের কারণ এবং কারা জড়িত বিষয়টি নিশ্চিত নয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ নাফ নদীর সীমান্তে ১৬ কোটি টাকার আইস উদ্ধার
পরবর্তী নিবন্ধহালিশহরে চোরাই মোটরসাইকেলসহ ৫ জন গ্রেফতার