রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর মা রেহেনা আকতার (৬৮) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে ২ পুত্র, ৫ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি। গতকাল সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে গহিরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল শোক জানিয়েছেন।












