মাঝিরঘাট রোড পূর্ব মাদারবাড়ি নিবাসী, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক কর্মকর্তা শেখ মোহাম্মদ ইব্রাহিমের পত্নী এবং মাদার বাড়ি মুক্তকণ্ঠ ক্লাব সদস্য ও সাবেক ফুটবলার শেখ আহাসান হাবিব রিপনের মাতা রেহানা ইব্রাহীম ৭০ বছরে বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। গতকাল বাদে জুমা মাদারবাড়ি জামে মসজিদে নামাজের জানাজা শেষে ২২ মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আযাজ বাহাদুর, সাধারণ সম্পাদক মোঃ আবু সরোয়ার বাবুল, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী বক্স, সাধারণ সম্পাদক গোলাম মোঃ জোবায়ের, মাদার বাড়ি উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।