গণসংহতি আন্দোলন রাউজান উপজেলার উদ্যোগে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ, রেশন ব্যবস্থা চালু, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন গতকাল রাউজানের পাহাড়তলীতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাউজানের সংগঠক মো. মোরশেদুল আলম।
মো. হাবিবউল্লাহ রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলন উত্তর জেলার আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানার আহ্বায়ক ইকবাল মাসুদ, গণসংহতি আন্দোলন বোয়ালখালী থানার আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তিয়ার, গণসংহতি আন্দোলন রাউজান উপজেলার সদস্য মিটন মহাজন, জয়ন্ত দাশ জয়, আরিফ ও আহমেদ শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।