রেল স্টেশন থেকে নারীর চুরি যাওয়া ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে নগরীর কোতোয়ালী থানাধীন রেল স্টেশন রোড এলাকায় এক গার্মেন্টস কর্মীর ব্যাগ ভর্তি কাপড়, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাগ ভর্তি কাপড় ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আজাদীকে বলেন, রিতা আকতার ফোরএইচ গ্রুপের কর্মচারী। তিনি গত ৩ জুলাই তার গ্রামের বাড়ি হতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনযোগে সন্ধ্যা সাড়ে সাতটায় পুরাতন রেলস্টেশনের মুখে অস্থায়ী লেবুর শরবতের ভ্যানগাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে তার পায়ের পাশে একটি কাপড়ের ব্যাগ ভর্তি কাপড়, স্বর্ণালংকার ও নগদ টাকা রেখে শরবত পান করেন। তিনি শরবত পান শেষে শরবতওয়ালাকে টাকা দিয়ে দেখেন যে, তার পায়ের পাশে রাখা কাপড়ের ব্যাগ নেই। তিনি ব্যাগটি সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

ওসি জানান, গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরানুস সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালিয়ে সজিব প্রকাশ পিচ্চি সজীব (২২) ও মো. বাবুল প্রকাশ ডাবুকে (৩০) আটক করে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও তাদের দেখানো মতে পুরাতন রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে ইকবাল বোর্ডিং সংলগ্ন সৌদিয়া ভাত ঘরের ভেতর থেকে চোরাইকৃত ব্যাগ ভর্তি কাপড় এবং পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে গ্রামীণ মাঠ থেকে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের ব্রেসলেট ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করেন। আসামি সজিব প্রকাশ পিচ্চি সজীবের (২২) বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৫টি ডাকাতির প্রস্তুতি মামলা, ৩টি অস্ত্র আইনের মামলা ও ২টি মাদকদ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে পাঁচ খুনের ঘটনায় ৬ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়