রেল স্টেশন থেকে টিপ ছোরাসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর রেল স্টেশন এলাকা থেকে ধারালো টিপ ছোরাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, মো. মামুন, মো. শহিদুল ইসলাম জিসান, মো. সজীব, মো. শাকিল ও সাঈদ হোসেন। গতকাল ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছোরাসহ ছিনতাইয়ের উদ্দেশে ৫ ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

এতে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম চিশতি
পরবর্তী নিবন্ধমুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন আরও এক বছর